HSC ২০২১ অ্যাসাইনমেন্ট জমা দেয়ার তারিখ

২৯ জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), ২০২১ সালের HSC পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন ও মনিটরিংয়ের নির্দেশ দিয়েছে। নির্দেশানুযায়ী আগামী ১৯ আগস্টের মধ্যে প্রথম ৩ সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমা নেয়ার তথ্য পাঠাতে বলা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আদেশ

গত ১৮ জুলাই মাউশির মাধ্যমিক শাখা থেকে ওয়েবসাইটে প্রথম ধাপে ৩ সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। যেখানে উল্লেখ করা হয়েছে সংযুক্ত ছক অনুযায়ী অ্যাসাইনমেন্টের কার্যক্রম মনটরিং করা প্রয়োজন।

অ্যাসাইনমেন্ট গ্রিড অনুসারে নির্ধারিত ছকে HSC ২১ সালের অ্যাসাইনমেন্ট জমাদানকারী এবং যেসকল শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট জমা দেয় নি তাদের সংখ্যা উল্লেখ থাকবে।

অ্যাসাইনমেন্ট সমাধান

অ্যাসাইনমেন্ট নিয়ে সমস্যায় ভুগছো? এডমিশনের প্রস্তুতি নিতে পারছো না করোনার জন্য? তাহলে দেখে নাও Hulkenstein এর HSC 21 Academic to Admission Course. কোর্সে থাকছে Assignment, 700+ Class ও 250+ Exam এর সম্পূর্ণ গাইড লাইন। যা তোমাদের ভর্তি পরীক্ষা পর্যন্ত সাহায্য করবে। থাকছে Demo Class এর ভিডিও দেখে কোর্সটি যাচাই করে নেওয়ার সুযোগ। Demo Class গুলো দেখতে ও কোর্সটি জয়েন করতে Enroll Now এ ক্লিক করোঃ

Leave a Comment